প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১
মুন্সীগঞ্জে বড়দিনের উৎসবের আমেজ
২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উৎসব ঘিরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শুলপুর খ্রিস্টান পল্লীতে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে গির্জায় বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হবে বড়দিন উদযাপন। শুলপুর গ্রামজুড়ে উৎসবের আমেজ। বাড়িগুলো সাজানো হয়েছে বিভিন্ন রঙিন আলো, ফুল আর ক্রিসমাস ট্রি দিয়ে। অতিথি আপ্যায়নে রাখা হয়েছে বাহারি পিঠা ও খাবারের আয়োজন। গ্রামজুড়ে উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে, আর অতিথিদের নিমন্ত্রণ জানানো হয়েছে মোবাইল ম্যাসেজ, কার্ড ও পোস্ট কার্ডে। গির্জায় সাজসজ্জা ও প্রস্তুতি: শুলপুরের ‘সাধু যোসেফ গির্জা’ ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। গির্জার ভেতরে তৈরি করা হয়েছে যীশুখ্রিস্টের জন্মদৃশ্যের প্রতীকী প্রদর্শনী। পূণ্যার্থীদের নির্বিঘ্নে প্রার্থনা করতে সহায়তার জন্য বিশেষ ভলান্টিয়ার টিম কাজ করবে। উৎসবের নিরাপত্তা ও সৌহার্দ্য: সিরাজদিখান উপজেলার তিনটি গ্রামের প্রায় ৪৮৫টি পরিবার বড়দিন উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেয়াইন ইউনিয়নের ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, “পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় আমরা উৎসব আয়োজন করছি। অন্য ধর্মাবলম্বীরাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবেন।” সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, “বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” ধর্মীয় ভাবনা ও প্রার্থনা: সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া বলেন, “আমাদের প্রার্থনা থাকবে দেশে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য। বড়দিনের মাধ্যমে খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।” বড়দিন উপলক্ষে শুলপুর খ্রিস্টান পল্লীতে উৎসবের উচ্ছ্বাস আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মিলিত আয়োজন তৈরি করেছে এক অনন্য পরিবেশ। নিরাপত্তা ও সম্প্রীতির মধ্য দিয়ে মুন্সীগঞ্জের এই গ্রামটি পরিণত হয়েছে উৎসবের কেন্দ্রস্থলে।